বাইক বা স্কুটার চালানোর সময় হাওয়াই চটি পরবেন না

বাইক বা স্কুটার চালালে মানতে হবে একাধিক নিয়ম। দুর্ঘটনা কমাতে এসেছে কিছু নতুন নিয়ম। নিয়ম ভাঙ্গলেই কড়া ব্যবস্থা নেবে ট্রাফিক পুলিশ। হতে পারে জরিমানাও। হাওয়াই চটি পরে বাইক চালালে হতে পারে জরিমানা। বাইক বা স্কুটার চালানোর সময় ঢেকে রাখতে হবে আপনার পা।