অনুব্রত ফেরায় অক্সিজেন ফিরে পাচ্ছে কী তৃণমূল? নাকি 'খাঁচায়' থেকে 'বাঘের' নখ-দাঁত ভোঁতা হয়েছে?

২৫ মাস পর ঘরে ফিরেছেন অনুব্রত মন্ডল। পেয়েছেন বীরের সম্বর্ধনা। বাঘের প্রত্যাবর্তনে পাল্টে যাবে বীরভূমের রাজনৈতিক সমীকরণ? কোন পথে হাঁটবে পাচার সিন্ডিকেট? দুর্নীতি মামলার ভবিষ্যৎ কী? দেখুন TV9 বাংলা নিউজ সিরিজ ‘কেষ্টবাবুর প্রত্যাবর্তন’।