দেশে ফিরছে বাঘ নখ

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের ভারত সফরের মধ্যে জোর জল্পনা। ছত্রপতি শিবাজীর বাঘ নখ এবার ফেরত আসছে ভারতে! G 20 সামিটে যোগ দিতে ভারত সফরে এসেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। নরেন্দ্র মোদী ও ঋষি সুনকের মধ্যে দু দেশের মুক্ত বাণিজ্য নিয়ে কথা হয়েছে। দুই প্রধানমন্ত্রীর দীপাক্ষিক বৈঠকে বাঘ নখ নিয়ে কোনও কথা হয়েছে কিনা জানা যায়নি।