বাজারে এসেছে র্যাডসিটি ফাইভ ইলেকট্রিক সাইকেল। অনেক তাবড় তাবড় বাইকের চেয়ে এই সাইকেলের মাইলেজ বেশি। ১ বার চার্জ করলে এই সাইকেল ছোটে ৮০ কিলোমিটার। এতে আছে ৬৭২ whr ব্যাটারি প্যাক। সাইকেলটির দুটি মডেল র্যাডসিটি ৫ প্লাস ও র্যাডসিটি ৫ স্টেপ থ্রু। সাইকেলের ফ্রেমেই আছে ব্যাটারি।