এই কোচে রেল যাত্রা হবে আরও নিরাপদ!

খুব সহজেই অনেক দূরে যাওয়া যায়। রেল গুরুত্ব দিচ্ছে যাত্রীদের স্বাচ্ছন্দের ওপরে। আগের থেকে এখন রেলের কামরা অনেকটাই উন্নত হয়েছে। নীল রঙের কোচ দেখা যেত এক্সপ্রেস ট্রেনে। এই কোচের ব্যবহার কমাছে রেল। এই কোচের নাম ছিল আইসিএফ রেক। এখন এই কোচের পরিবর্তে আনা হচ্ছে এলএইচবি কোচ।