তুতো বোন নাওমিকার সঙ্গে ছবি সামনে আরভের, তারপরই...

‘হোমোফোবিয়া’–খুবই পরিচিত এক শব্দবন্ধ। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় সমকামী সম্পর্কে আছেন এমন কোনও ব্যক্তিকে দেখলেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়া। দুনিয়াজুড়ে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। এবার এই হোমোফোবিয়ারই সম্মুখীন হতে হল অক্ষয় কুমারের ছেলে আরভ কুমারকে। নেপথ্যে তুতো বোন নাওমিকার সঙ্গে একটি ছবি। ছবিতে যেভাবে পোজ় দিয়েছেন আরভ, তা দেখার পর থেকেই অনেকর দাবি, তিনি সমকামী।