বিগত বেশ কিছু দিন ধরেই রটনা, শ্রীমা ভট্টাচার্য ও ইন্দ্রনীল চট্টোপাধ্যায় প্রেম করছেন। যদিও নিজেদের ‘জাস্ট ফ্রেন্ড’ বলেই পরিচয় দেন তাঁরা। এবার এই ‘জাস্ট ফ্রেন্ড’-এর এক ছবি ফাঁস হতেই টালমাটাল। তাইল্যান্ডে গিয়ে একই ব্যাকগ্রাউন্ডে দু'জনে দিয়েছেন ছবি। দু'য়ে-দু'য়ে চার করতে অসুবিধে হয়নি নেটিজেনদের।