সৌন্দর্য বজায় রাখতে কে না চায়? এ বিষয়ে চিনারা বেশ কিছু টোটকা ব্যবহার করেন। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে চিনা মহিলারা মুক্তো গুঁড়ো দিয়ে ফেস প্যাক লাগান। ডিমের সাদা, মধু ও মুক্তো গুঁড়ো মিশিয়ে তৈরি এই প্যাক। ১০ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে নিলেই ঝকঝকে তরতাজা ত্বক।