জার্মানিতে টিভি৯ এর গ্লোবাল সামিটের মঞ্চ কাঁপাল 'মাই নেম ইজ জান'

ভারতে বিপুল জনপ্রিয়তার পর এবার আন্তর্জাতিক মঞ্চ। জার্মানিতে টিভি৯ এর গ্লোবাল সামিটের মঞ্চ কাঁপাল'মাই নেম ইজ জান'। অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ের একক মিউজিক্যাল নাটক। তিনি নাচলেন, গাইলেন, অভিনয় করলেন। যেন মনে হল, এলেন, অভিনয় করলেন, জয় করলেন। তাঁর একক এই মিউজিক্যাল নাটকে মুগ্ধ দর্শকরা।