বলা যায় সারা দুনিয়া বন্দি আপনার হাতের তালুতে। আপনার হাতের মুঠোফোনে বন্দি সারা বিশ্ব। সম্প্রতি লঞ্চ হয়েছে আইফোন ১৫। এই ফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি হয়েছে পৃথিবীর বিভিন্ন কোনায়। আইফোন ১৫এর ডিসপ্লে, ব্যাটারি, চিপ, মোডেম কোথায় তৈরি হয়েছে জানেন? জানলে অবাক হয়ে যাবেন।