রাতে কী খেয়েছেন অভিনেতা বিধায়ক-কাঞ্চন মল্লিক? তা নিয়ে একটি ভিডিয়ো তৈরি করেছেন তাঁর সদ্য বিবাহিত স্ত্রী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। দেখা যায় কাঞ্চন তাঁকে একগ্লাস ঘোল দিয়েছেন। এবং বলছেন, "বিয়ের ঘোল খাওয়ানো হয়।" তারপর নিজেই সংশোধন করে বলেন, "ঘোল না, লস্যি"।