রাজ্যের শাসক দলের বিরোধী দলকর্মী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ, রাজ চক্রবর্তীর মন্তব্য শোনার পরই বিস্ফোরক মন্তব্য করেন। পরিচালকের পক্ষে সুর টেনে তিনি বলেন, “রাজ চক্রবর্তীর মতো অনেকেই রয়েছেন, যাঁরা শিরদাঁড়ার দামটুকু জানেন। তাঁরা যে তাঁদের দলে ব্যবহারের শিকার হয়েছেন, তা মানতে-মানতে শেষ পর্যায় এসে পৌঁছেছেন। তাঁর-তাঁর মুখ দিয়েই মনে হয় কথাগুলো বেরিয়েছে। আর এ কথা তো সত্যি।”