অনন্য এক সততার অন্যতম নজির গড়লেন ক্যানিং মহকুমা হাসপাতালের এক রোগী সহায়ক।রোগীর এক আত্মীয়ের টাকার ব্যাগ হাসপাতালের পাশেই রাস্তায় পড়ে গিয়েছিল।ব্যাগটি নজরে পড়ে ক্যানিং মহকুমা হাসপাতালের রোগী সহায়ক শঙ্কু দাসের। তিনি মুহূর্তে ব্যাগটি কুড়িয়ে নেন।ব্যাগের মধ্য ৩৪১০ টাকা ছিল।