ঘামে বাড়ছে ডেঙ্গুর মশা!

গরমে অনেকেই প্রচুর ঘামেন। ঘামের গন্ধে ডেঙ্গুর মশা কামড় দেবে আপনাকে। কলকাতা পুরসভা পরামর্শ, ডেঙ্গুর হাত থেকে বাঁচতে রোজ বেশিবার করে স্নান করুন। পুরসভা ডেঙ্গু প্রভাব কমাতে অভিযান চালাচ্ছে ১৪৪ ওয়ার্ডে। জমা জল আছে কি না দেখবে পুরসভা। স্বাস্থ‌্য় বিভাগের কর্মীরা ডেঙ্গু ঠেকাতে কাজ করছেন। দেওয়া হচ্ছে লিফলেট।