গাড়ি, বাংলো, জেট, কত সম্পদ বচ্চনের?

৮১ বছর বয়সেও অমিতাভ বচ্চন ভারতের সুপারস্টার। তাঁর ব্যারিটোন ভয়েস অনলাইন পেমেন্ট অ্যাপের মাধ্যমে এখন ভারতের দৈনন্দিন জীবনযাত্রার অঙ্গ। ১৯৬৯ বলিউডে যাত্রা শুরু বিগ বি র। অর্ধ শতাব্দী পরেও তিনি অভিনয় আর টেলিভিশন সঞ্চালনা করে যাচ্ছেন। আসছে তাঁর 'কল্কি ২৮৯৮ এডি' ও 'গণপথ: এ হিরো ইজ বর্ন'।