ট্রেনে হারিয়েছে মোবাইল,পার্স, পাবেন কী করে?

ট্রেনে অনেক সময় অবহেলার কারণে মোবাইল,পার্স বা ঘড়ির মতো মূল্যবান জিনিস ট্রেন থেকে পড়ে যায় বা হারিয়ে যায়। আপনি কীভাবে হারানো লাগেজ বা ফোন খুঁজে পেতে পারেন, জেনে নিন এক নজরে।