দেশে বাড়ছে ইউপিআই জালিয়াতি সাবধান

হুহু করে বাড়ছে ইউপিআই জালিয়াতি। গতবছর ২০২২এ সারা দেশে ৯৫ হাজারেরও বেশি জালিয়াতি হয়েছে ইউপিআই লেনদেনে। বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময়ে ছোটখাটো ভুলে জালিয়াতরা ফায়দা তোলে। সর্বস্বান্ত হন সাধারণ মানুষ। কেবল চোখকান খুলে সতর্ক হলেই হবে না। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।