'দয়া করে থেকে যাও...', কাকে বললেন মিমি?

হঠাৎ কী হল মিমি চক্রবর্তীর? কেন মন খারাপ তাঁর? শীত যাচ্ছে চলে। আবহাওয়ার খানিক পরিবর্তন হতেই তাই মন ভাঙল অভিনেত্রীর। মাত্র কয়েকদিনের অতিথি ‘শীত’-এর এবার চলে যাওয়ার পালা। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তাই মিমি লিখলেন, 'শীত, দয়া করে থেকে যাও...'।