শ্বশুরের সামনে পুত্রবধূকে কুটক্তি যুবকের। প্রতিবাদ করায় শ্বশুরকে ভয় দেখাতে শূন্যে ৩ রাউন্ড গুলি যুবকের। অভিযোগ পেতেই আগ্নেয়াস্ত্র সহ ওই যুবককে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ।