পাইপ লাইন বসাতে গিয়ে ভাঙল বাড়ি!

PHE দপ্তরের জলের পাইপ লাইন করতে গিয়ে ভেঙে গেল আস্ত মাটির বসত বাড়ি, দরিদ্র অসহায় পরিবারের ব্লক প্রশাসনের কাছে কাতর আবেদন দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রাম পঞ্চায়েতের, পাইপ লাইনের কাজ করতে গিয়ে জেসিপি দিয়ে গর্ত করতে গিয়ে এক মাত্র মাটির বসত বাড়ি ধসে যায় হাটপুকুর গ্রামের বাসিন্দা জিয়াউল হকের।