৪৫ লাখের সোনার বিস্কুট!

বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ তারালি সীমান্তের ঘটনা। বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে যে দুবাই, থাইল্যান্ড, মালয়েশিয়া ও বাংলাদেশ হয়ে ভারতীয় সীমন্ত সুরক্ষা বাহিনীর নজর এড়িয়ে তারালি এলাকায় প্রচুর সোনা ঢুকিয়েছে পাচারকারীরা।