২০১৯ এর তথ্য অনুযায়ী দুনিয়ায় ৫২.৮ কোটি মানুষ অষ্টিওআর্থরাইটিসে আক্রান্ত। এই রোগে ৪০% পুরুষ ও ৬০% মহিলারা আক্রান্ত হন। আর্থরাইটিস আক্রান্তদের ৭৩% র বয়স ৫৫ র ওপরে। ৪০ এর পর হাড়ের ঘনত্ব কমে আর্থরাইটিস হয়। কী করে মোকাবিলা করবেন আর্থরাইটিসকে? আর্থরাইটিসে হাঁটু ব্যথা খুবই সাধারণ লক্ষণ।