আটের দশকের ম্যাটিনি আইডল মাধুরী দীক্ষিত। ভারতীয় সিনেমার হার্ট থ্রব। তাঁকেই কিনা পরিচালক বলেন 'শাড়ি খুলুন, ব্লাউজ খুলুন শুধু ব্রা পরে আসুন'। আত্মবিশ্বাস আর সৌন্দর্যে মাটিতে যেন পা পড়ত না বলিউড সুন্দরীর।