হঠাৎ নিজেকে বদলে ফেললেন পরমব্রত, কেন?

আগামীকাল অর্থাৎ রবিবার পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর রিসেপশন। বিয়েতে হাতেগোনা লোক আমন্ত্রিত থাকলেও রিসেপশনের আমন্ত্রণ গিয়েছে অনেকের কাছেই। সেই কারণে লুক বদল? সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট জলি চন্দার কাছে গিয়ে নিজেকে বদলেই ফেললেন পরম।