দৌড়বে রকেট গতিতে? ১৯ হাজার কোটি টাকা ঢেলেছে FII

বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আবারও ফিরে আসছে ভারতের বাজারে। গত ৫ দিনে তারা প্রায় ১৯ হাজার কোটি টাকার ইক্যুইটি কিনেছে এই দেশের বাজার থেকে।