খড়দহে খেলা হবে দিবস অনুষ্ঠানের মঞ্চে বিধায়ক রাজ চক্রবর্তীকে পাশে বসিয়ে তৃণমূলের জনপ্রতিনিধিদের তোলাবাজি না করার নিদান দিলেন খড়দহ থানার ভারপ্রাপ্ত O.C রাজকুমার সরকার। এই ঘটনায় সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা কিশোর কর বলেন, তৃণমূল দলটা এখন পুলিশ কন্ট্রোল করছে।