রামনবমী উপলক্ষে যাত্রীদের জন্য দারুণ এক ট্যুর প্যাকেজ ভারতীয় রেলের

রাম নবমী উপলক্ষে যাত্রীদের জন্য “ভারত নেপাল আস্থা যাত্রা” ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে ভারতীয় রেল। ১০ দিন এবং ৯ রাতের এই ট্যুর প্যাকেজে ৪টি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং ঐতিহ্যবাহী স্থানে ঘোরা যাবে। পর্যটনের শিল্পের প্রসারে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন চালু করেছে রেল।