তারকেশ্বরের তালপুর গ্রাম যেন মিনি চন্দন নগর। পড়ায় পাড়ায় পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রী। বছর বছর বাড়ছে এক একটা পূজা মন্ডপ। পিছিয়ে নেই গ্রামের মহিলারও। গ্রামের পুরুষদের সাথে পাল্লা দিয়ে মেতেছেন জগদ্ধাত্রী বন্দনায়।