হজ থেকে কত আয় সৌদির?

২২মে থেকে শুরু হয়েছে এবারের হজ যাত্রা। সৌদি আরবের মক্কায় সাজসাজ রব। তীর্থযাত্রীদের জন্য এবার এলাহি আয়োজন। মুজদালিফাহ ও পবিত্র মক্কা শহরের মাঝে ছোট্ট একটি এলাকা মিনা। সেখানেই হজ যাত্রীদের জন্য করা হয়েছে বিশেষ তাঁবু। বিলাসবহুল সেই তাঁবুতে এলাহি আয়োজন। গরম ঠাণ্ডা জলের ব্যবস্থা আছে তাঁবুতেই।