চিতার ছাই থেকে হিরে!

চিতাতেই শব শেষ নয়! শ্মশানের ছাই থেকে তৈরি হচ্ছে চকচকে হিরে। সাধারণভাবে প্রাকৃতিক হিরে তৈরি হতে সময় লাগে ১ থেকে ৩০০ কোটি বছর। ১৯৫০ এর দশকে শুরু হয় কৃত্রিম হিরে তৈরি। ২৩০০ ডিগ্রী সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রায় কার্বনের উপাদানকে উত্তপ্ত করে তৈরি হয় হিরে।