বাইক কিনতে কয়েন ভর্তিব্যাগ!

বীরভূমের এক মোটরবাইক শোরুমে ব্যাগ ভর্তি ১০ টাকার কয়েন নিয়ে গিয়ে লক্ষাধিক টাকার বাইক কিনলেন এক ব্যাক্তি ,সেই কর্মকান্ড দেখেই কার্যত ভিরমি খেলেন শোরুম মালিক থেকে কর্মীরা। যদিও পরে শোরুমের ৫ জন কর্মচারী মিলে প্রায় ২ ঘন্টা ধরে সেই টাকা গোনার পর অবশেষে ব্যক্তির হাতে তুলে দিলেন একটি মোটরবাইক।