২৮মে উদ্বোধন হল নতুন পার্লামেন্ট ভবনের। এই পার্লামেন্টে আছে এক বিশেষ দণ্ড। রাজদণ্ডও বলা যায় তাকে। নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধনের পর একটি দণ্ড নিয়ে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভার স্পিকারের বসার আসনের পাশে সেই স্বর্ণদণ্ড স্থাপন করলেন প্রধানমন্ত্রী। এই দণ্ড সেঙ্গোল।