পৃথিবীও যাযাবর হবে?

পৃথিবীও যাযাবর হবে? মহাকাশে বেশ কিছু গ্রহ আছে যারা কোনও নির্দিষ্ট কক্ষপথে ঘোরে না। এই ধরনের গ্রহকে বলে যাযাবর গ্রহ। বিজ্ঞানীদের আশঙ্কা ৫০ কোটি বছরে সূর্যের কারণে বিপন্ন হবে পৃথিবী। সেই অবস্থায় পৃথিবী সূর্যের মহাকর্ষ বল ছিন্ন করে তার কক্ষপথ থেকে ছিটকে যাবে। পরিণত হবে একটি যাযাবর গ্রহে।