আজও তাঁর অপেক্ষায় সলমন

সলমন খানের বয়স ৫৭ । এখনও অবিবাহিত তিনি। তাঁর জীবনে প্রেম বারবার এসেছিল। তবু কেন সিঙ্গল সলমন? তবু কেন এখনও তিনি ভাবেন কেউ একজন আসবে যার সঙ্গে সংসার পাতবেন। উত্তর দিয়েছেন ভাইজান নিজেই। কেন বিয়ে হয়নি সে প্রসঙ্গে সল্লু ভাই বলছেন দোষ তাঁরই। এক জনপ্রিয় শোয়ে সলমন খানের সে কথা শুনে আবেগে ভেসেছেন সবাই।