২০২৩ ফেব্রুয়ারিতে সাইক্লোন গ্যাব্রিয়েল আছড়ে পড়ে নিউজিল্যান্ডের উত্তরে। গ্যাব্রিয়েলের ধ্বংসলীলায় তছনছ হয়ে যায় ওই অঞ্চল। কিন্তু তারপর বেশকিছু পাথরে বিজ্ঞানীরা কিছু জীবাশ্মের সন্ধান পান। সেই জীবাশ্মগুলি ইলাসমোরাস প্রজাতির বলে প্রত্নবিদদের মত।