রেলের নিয়মে মহিলা প্রবীণ নাগরিক ও গর্ভবতীদের জন্য স্লিপারে ৬টি নিচের বার্থ সংরক্ষিত। এসি ৩ টেয়ারের প্রতিটি কোচে ৪ থেকে ৫টি নিচের আসন সংরক্ষিত থাকে। অসুস্থ প্রবীণ নাগরিকরা তাড়াতাড়ি টিকিট সংরক্ষণ পান।