মাতব্বরদের ফতোয়া, ৪ দিন বন্ধ জল!

পাড়া ও আশপাশের কয়েকজন মাতব্বর নাকি পাড়ারই কয়েকটি পরিবারে জল বন্ধের ফতোয়া জারি করেছে। সরকারের তরফে যে পানীয় জলের ট্যাপ বসানো হয়েছিল বাড়ির সামনে সেই ট্যাপের মুখ খুলে সিল করে দেওয়া হয়েছে। ফতোয়ায় এও বলা হচ্ছে পাড়ার কোনো বাড়ি থেকেও ওদের জল দেওয়া যাবে না।