আজকের দার্জিলিংয়ের ছবি। কনকন করছে ঠান্ডা। একেবারে দার্জিলিংয়ের মত। ডিসেম্বরে যেমন দার্জিলিং হয়, ঠিক তেমন অবস্থা শুরু হয়ে গিয়েছে শৈলশহরে। আপনি হয়ত এখনও অফিসের চাপে এনজেপির ট্রেন বুক করতে পারেননি। কিন্তু অনেকেই করেছে। তাই তো দার্জিলিংয়ে এখন বেশ ভিড় পর্যটকদের।