ক্লাবে ঢুকে বিধায়ক দেখলেন...

ক্লাবে চলতো অসামাজিক কাজ কর্ম। বসতো মদ গাঁজার আসর,চলতো তোলাবাজি।অতিষ্ট ছিলো ব্যবসায়ী থেকে এলাকাবাসী, অভিযোগ এমনই। দিন দিন বেড়েই চলেছিলো এই অসামাজিক কাজ ও অত্যাচার। অভিযোগ পেয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার চুঁচুড়া থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা কে সঙ্গে নিয়ে আজ সেই ক্লাবে হানা দেন।