হাতে আর মাত্র ১০ দিন। তার পরেই ১মে বিয়ে করছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সির ছেলে সৌম্য বক্সিকে বিয়ে করবেন তিনি। তার আগেই চুটিয়ে আইবুড়োভাত খেলেন নায়িকা। ‘সোহাগ জল’ সিরিয়ালের সেটেই হল সুদীপ্তার আইবুড়োভাত পর্ব। লটে মাছের ঝুরা থেকে শুরু করে এঁচোড় চিংড়ি, বাদ ছিল না কিছুই।