অবশেষে মেয়ে রাহাকে সকলের সঙ্গে আলাপ করিয়েই দিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। বড়দিনেই মেয়েকে সামনে আনলেন তাঁরা। রাহার চোখের মণি নীল। নেটিজেনদের বক্তব্য, "বাবা অথবা মা নয়, ছোট্ট রাহার চোখ দুটো ঠিক রাজ কাপুরের মতো।"