ফের বাড়তে পারে চিনির দাম

সব জিনিসের দাম প্রত্যেক দিন বেড়েই চলেছে। এবছর চিনির উৎপাদন অনেকটাই কম হবে। চিনির প্রয়োজন আমাদের জীবনে যথেষ্ঠ বেশি। গতবছরের তুলনায় এবছর চিনির উৎপাদন কমেবে ৯%। চিনির উৎপাদন কমে যাওয়ার জন্য বাড়তে পারে চিনির দাম।