প্রিয় পোষ্য হ্যাপির মৃত্যুতে শোকস্তব্ধ যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের পরিবার। যশের খুব প্রিয় পোষ্য ছিল হ্যাপি। নুসরতও দিন দিন হয়ে উঠেছিলেন হ্যাপির মা। তাই সন্তানের প্রয়াণে শেয়ার করলেন এক শোকবার্তা, দীর্ঘ পোস্টে লিখলেন, 'মা-বাবা তোমায় চিরকাল ভালবেসে যাবে।'