২৫ বছরেও চালু হয়নি বিশাল হোটেল

কেটে গেছে আড়াই দশকেরও বেশি সময় তবু চালু হয়নি হোটেল. ঘটনা উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের। হোটেলের নাম রিউইয়ং। হোটেলটির উচ্চতা ১,০৮২ ফুট। কেউ এখানে যায় না, কেউ থাকেও না। একে বর্তমানে ডাকা হয় হোটেল অফ ডুম নামে।