এবার মদ বানাবে সরকার!

অ্যালকোহলিক পানীয়ের ক্ষেত্রে গোয়া মডেল নিচ্ছে কেরল সরকার। পিনরাই বিজয়ন সরকার সস্তায় মদ তৈরি করবে। তাঁর থেকে রাজ্যের আয় বাড়াতে উদ্যোগী সরকার। গোয়ায় কম খরচে অ্যালকোহলিক পানীয় তৈরি হয়।