কার নামে টাটা সুমো?

জনপ্রিয় গাড়ি টাটা সুমো। এই গাড়ি চড়েননি এমন মানুষ খুব কম। এই গাড়ি ভারতের রাস্তায় দাপিয়ে বেড়াত। নয়ের দশকে টাটা মোটরস-এর নাম ছিল টেলকো। সেই সময়ে সংস্থার সিইও ছিলেন সুমন্ত মুলগাওকার।