ভারতীয় অর্থনীতির উপার্জনের একটা বড় অংশ আসে রেল থেকে। রেলের পরিষেবার একাধিক বিষয় দেখে আইআরসিটিসি। আইআরসিটিসি দেখে ক্যাটারিং, টিকিট, ট্যুরিজম সংক্রান্ত বিষয়গুলো। সম্প্রতি এই সংস্থা জানিয়েছে তাদের আয়ের উৎস। আইআরসিটিসি জানিয়েছে তাদের সবচেয়ে বেশি উপার্জন ক্যাটারিং থেকে।