পাকা চুল? হেয়ার ফল?

চুল পড়া আর পাকা চুলের সমস্যায় অনেকেই জেরবার। এর জন্য হয়ত অনেক খরচ করেছেন। জানেন কী আপনার হাতের কাছেই আছে এর প্রতিকার? কারি পাতা দক্ষিণ ভারতীয় খাবারের বহুল ব্যবহৃত। রান্নার পাশাপাশি চুলের স্বাস্থ্য ফেরায় কারি পাতা। কারি পাতায় প্রচুর ভিটামিন সি ও বি আছে।