রেকর্ড হচ্ছে, বুঝতে পেরেই কী লুকোলেন কমেডিয়ান কপিল শর্মা?

হঠাৎই নেটপাড়ায় এক ভিডিয়ো ভাইরাল। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, খাবার টেবিলে বসে রয়েছেন কপিল শর্মা। আচমকাই তিনি লক্ষ্য করেন তাঁকে কেউ রেকর্ড করছে। এর পরই দেখা যায় টেবিল থেকে কী যেন সরিয়ে দিলেন তিনি। হাতের মধ্যে মুঠো করে তা রাখলেন সোফার পিছনে। কপিল কী লুকিয়েছিলেন জানেন? তা আর কিচ্ছু নয়, একটি সিগারেটের প্যাকেট।