তাও কী করে সেন্সর বোর্ডের অনুমতি পেল?

বেটা ছবির গান 'ধক ধক করনে লাগা' ই নাকি পড়ে সেন্সর বোর্ডের কোপে। অভিযোগ ওই গানে মাধুরীর বুকের স্টেপ অশ্লীল। গানটির সঙ্গে যে নাচ তার কোরিওগ্রাফার ছিলেন সরোজ খান। মাধুরী দীক্ষিত ও অনিল কাপুরের ওপরে দৃশ্যায়িত হয় সেই গান। তারপর কী হল?